বাখমুতে কয়েক শ’ নিহত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাখমুত শহর দখল নিয়ে ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতে কয়েক শ’ নিহত হয়েছে। উভয় পক্ষ থেকেই নিহতের তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মস্কোপন্থী ২২১ জন সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩০০’রও বেশি।

অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২১০ জনের মতো ইউক্রেনীয় সৈন্য ‍বৃহত্তর দোনেৎস্ক অংশে সম্মখ সমরে নিহত হয়েছে।

তবে মস্কো এটা পরিষ্কার করে বলেনি যে, এটা পূর্ব দোনেৎস্কের শহর বাখমুতেই হয়েছে। বাখমুত শহরটি বর্তমানে কার্যত বিরানভূমি হওয়ার পথে।

অপরদিকে, বাখমুতে ২২১ জন রাশিয়ান সৈন্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সেরহি শেরেভাতি নামে ইউক্রেন সেনাবাহিনীর একজন মুখপাত্র। এ কর্মকর্তা আরো জানান, সংঘর্ষে তিন শতাধিক রাশিয়ান সৈন্য আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here