বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিগত কয়েক দিন যাবতই সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়েছিল যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম অজ্ঞাতনামা এক নারীর সাথে অন্তরঙ্গ আলাপে লিপ্ত হয়েছেন এবং এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছিল। আর এই খবর প্রথম প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম ফক্স স্পোর্টস। কিন্তু এটি যে গুজব সেটি জানিয়ে দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার পাক সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ফক্স স্পোর্টসের এই দায়িত্বহীন খবর প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে পিসিবি। একইসাথে এই অপ্রমাণিত নিউজটি সরিয়ে নিতে প্রতিবাদ করেছে সংস্থাটি।
সূত্র জানায়, পিসিবির প্রতিবাদের পরপরই গুজবটি সরিয়ে রেখেছে ফক্স স্পোর্টস।
ফক্স স্পোর্টসের অসত্য নিউজটি নিজেদের টুইটারে শেয়ার করে পিসিবি লিখেছিল, ‘আমাদের মিডিয়া অংশীদার হিসাবে আপনাদের এই অপ্রমাণিত এবং গুরুতর অভিযোগ উপেক্ষা করা উচিত ছিল ‘
বোর্ড আরো লেখে, ‘এটি এমনই একটি স্পর্ষকাতর বিষয় যে খোদ বাবর আজমও এটির জবাব দেয়া সঙ্গত মনে করেননি।’
উল্লেখ্য, ফক্স স্পোর্টসের ওই নিউজ বলা হয়েছিল, বাবর আজম তার এক সতীর্থের প্রেমিকার সাথে অন্তরঙ্গ আলাপ করেছিলেন এবং বাবর ওই নারীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাকিস্তান একাদশে তার প্রেমিকের জায়গা নিরাপদ থাকবে যদি তিনি তার সাথে উত্তেজক বার্তা আদান-প্রদান চালিয়ে যান।
সূত্র : জিও নিউজ
বিডিসংবাদ/এএইচএস