বিএনপি নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে : শামীম ওসমান

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি নিজ দলের নেতাদের মেরে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের সাবধান করে দিয়ে বলেন, ‘পাঁচ মিনিটও লাগবে না মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে।’

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘আমাদের পাঁচ মিনিটও লাগবে না মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে। ধৈর্য ধরেছি। জনগণ ভীমরুলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে। আমি সবকিছু বুঝি। বাংলাদেশে খুনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে। ওরা ওদের দলের নেতাদের মেরে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক নেতা আছেন যারা নৌকা নিয়া পাস করেন। কে কার উকিল বাপ, কে কার উকিল মা আমরা জানি।’

তিনি আরো বলেন, ‘ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে আগুন দিয়েছে। আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙ্গে দেয়া হয়েছে। আমার ভাইয়ের খামারে গিয়ে গরুর দুধের বান কেটে ফেলেছিল। শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে। আমরা কিছু করিনি, মাফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে ভাষা সামলান। এমন কোনো কাজ করবেন না যেন নারায়ণগঞ্জ অস্থির হয়।’

স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার তো জীবন শেষ। আমি চলে যাবো। তোমরা থাকবে। আমরা তোমাদের সুন্দর জীবন দিতে চাই। শেখ হাসিনা তোমাদের ভবিষ্যৎ।’

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here