বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ম্যাক্সওয়েলের ব্যাটে লড়ছে অস্ট্রেলিয়া। বাঁচিয়ে রেখেছে জয়ের স্বপ্ন। আরো একবার ত্রাতা রূপে ম্যাক্সওয়েল। সবার যেখানে শেষ, সেখান থেকেই তার শুরু। মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে একাই টানছেন। রেখেছেন জয়ের পথেই।
আফগানিস্তানের বিপক্ষে ১৮.৩ ওভারে ৭ উইকেট হারানোর পর কেবল বাকি ছিল অপেক্ষা, কখন অল-আউট হবে অস্ট্রেলিয়া। তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন ম্যাক্সওয়েল। ঝড়ের গতিতে বাড়াচ্ছেন দলের সংগ্রহ। কমিয়ে এনেছেন ব্যবধান।
অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল উপেক্ষা করে জ্বলে উঠেছেন তিনি পাগলাটে রূপে। আফগান বোলারদের পাত্তাই দিচ্ছেন না এই অলরাউন্ডার। মাত্র ৭৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা ভারত বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ারে চতুর্থ।
শতক করার পথে দীর্ঘ সময় পাশে পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। গড়ে তুলেছেন ১০০ বলে ১০৯ রানের জুটি। যেখানে কামিন্সের অবদান কেবল ৪০ বলে ১০, বাকি রান ৯৯ করেছেন একাই, মাত্র ৫৯ বলে। ম্যাক্সওয়েল অপরাজিত আছেন ৮৫ বলে ১১২ রানে।
৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২০০ রান। জয়ের জন্য ৯০ বলে প্রয়োজন ৯২ রান।
বিডিসংবাদ/এএইচএস