বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিপদে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে হারাচ্ছে উইকেট। ভেঙেছে মেরুদণ্ড, দলের সংগ্রহ তিন অংক ছোঁয়ার আগেই নেই ৫ উইকেট। ২০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৯১ রান। জয় থেকে এখনো ২৬৭ রান দূরে দল। হাতে আছে ১৮০ বল ও ৫ উইকেট।
৩৫৮ রানের বড় লক্ষ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে যা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ, পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামেও যা সর্বোচ্চ। তারচেয়ে বড় কথা, বিশ্বকাপ ইতিহাসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই আগে কখনো। ফলে নিউজিল্যান্ডকে করতে হতো অবিশ্বাস্য কিছু। যার জন্যে বড় প্রয়োজন ছিল উড়ন্ত সূচনা।
তবে তাই দিতে পারেনি উদ্বোধনী জুটি। মাত্র ৮ রানেই ভাঙে যুগলবন্দী। ডেভন কনওয়ে ফেরেন জানসেনের শিকার হয়ে ২ রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রাবিন্দ্রকেও এদিন থিতু হতে দেননি জানসেন। ফেরান ১৬ বলে ৯ করতেই।
একপ্রান্ত আগলে দারুণ খেলতে থাকা উইল ইয়ংও ইনিংস বড় করতে পারেননি। ৩৭ বলে ৩৩ করে কোয়েটজের শিকার হন এই ব্যাটার। অধিনায়ক টম লাথাম পারেননি প্রতিরোধ গড়তে, রাবাদা ফেরান তাকে। আর ১৮.৩ ওভারে দলীয় ৯০ রানে পঞ্চম উইকেটের পতন হয় কিউইদের। ২৪ রান করে ফেরেন ডেরিয়েল মিচেল।
এর আগে বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে আসে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩৫৭ রান। শতক হাঁকান কুইন্টন ডি কক ও ভেন ডার ডুসেন।
বিডিসংবাদ/এএইচএস