ব্যাংক পরিচালক হতে পারবেন এক পরিবারের সর্বোচ্চ ৩ জন : বাংলাদেশ ব্যাংক

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংক (বিবি) বুধবার (২৬ জুলাই) এক সার্কুলারে বলেছে, একটি পরিবার থেকে মাত্র তিনজন ব্যাংকের পরিচালক হতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক তা অবিলম্বে বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে প্রজ্ঞাপন পাঠিয়ে বিবির ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগকে চিঠির মাধ্যমে জানাতে বলেছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকে একটি পরিবারের তিনজনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। কে পদত্যাগ করবেন তা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দিয়েছে বিবি।

এর আগে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১(সংশোধন ১৯৯৮8) এর ১৫(১০) ধারা অনুযায়ী একটি পরিবারে চারজন পরিচালক থাকতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩ এর ১৫ (১০) ধারা মেনে চলার জন্য নির্দেশনা জারি করেছে।

একটি পরিবার থেকে পরিচালকের সংখ্যা হ্রাস করা হলেও, ব্যাংক কোম্পানি আইনের সর্বশেষ সংশোধনীতে একজন পরিচালকের মেয়াদ নয় বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস