ভুল স্বীকার করেছেন তানজিম সাকিব

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবশেষে সব তর্ক-বিতর্কের অবসান হলো। বিসিবি’র মধ্যস্থতায় এলো সমাধান। ভুল স্বীকার করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। করেছেন দুঃখ প্রকাশও। বলেছেন, আমার মা একজন নারী, আমি কী করে নারী বিদ্বেষী হতে পারি? ফলে মৌখিক সতর্ক করেই ইতি টানা হয়েছে আলোচিত এই ইস্যুর।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সে (তানজিম সাকিব) বলেছে কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে এমনটা বলেনি। কারো মনে আঘাত লাগলে এর জন্য সে ক্ষমা চেয়ে। আরো বড় কথা, সে বলেছে আমি নারী বিদ্বেষী নই, আমার মা একজন নারী।’

‘আমরা তাকে সতর্ক করে দিয়েছি। বলে দিয়েছি সামনে থেকে মনিটরিং করা হবে। আর কখনো এমন পোস্ট দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে নিজেও বলেছে, এমনটা আর হবে না কখনো। জাতীয় দলের চুক্তিগুলোর কথাও তাকে অবগত করা হয়েছে। আশা করি আর এমনটা হবে না।’

মূলত তানজিম সাকিবের ফেসবুকে প্রায় এক বছর আগে দেয়া এক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতেই এই আলোচনার শুরু। যেখানে নারীদের বাইরে কাজ করার থেকে ঘরে থাকতে পরামর্শ দেয়া হয়। তার এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সবাই, যা গড়ায় বিসিবি পর্যন্ত।

দায়িত্ব নিয়ে বিষয়টি সমাধান করেছে বিসিবি। গতকাল (সোমবার) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘আমরা বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সাথে কথা বলে জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

এরপর আজ সংবাদমাধ্যমকে পরবর্তী অবস্থা সম্পর্কে জানান জালাল ইউনুস।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তানজিম সাকিবের। ব্যাট হাতে অপরাজিত ১৪ রান করার পাশাপাশি বল হাতে নেন জোড়া উইকেট। যা বাংলাদেশকে ভারত বধের ভিত গড়ে দেয়।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here