বিডিসংবাদ ডেস্কঃ রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-২০১৩ এর গেট ট্যুগেদার ও ইফতার মাহফিল ২০২৩ যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল ) শহরের অন্যতম প্রাণকেন্দ্র খিলগাঁওয়ের উমামি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ন এই ইফতার মাহফিল আয়োজিত হয়।
পরিকল্পনা অনুযায়ী জুম্মার পর থেকে প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এই বছর (২০২৩) এ ব্যাচটির ১০ বছর পূর্তীতে সকলের কাছে এই আয়োজনটি ছিল একটি বিশেষ দিন। এ সময় ব্যাচের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এক বড় মিলনমেলায় পরিণত হয়।

নানা ব্যস্ততা আর যান্ত্রিকতার ভিড়েও দীর্ঘদিন পর সব বন্ধুরা একসাথে মিলিত হয়ে অতীতের স্মৃতি স্বরণ করে এবং প্রত্যেকে একে অপরের সাথে হাসি-আনন্দ ভাগ করে নেয়, এ যেন ঠিক ঈদের খুশি! স্কুল জীবনের ইতি ঘটলেও সবাই যেন এক পরিবারের সদস্য, সে প্রত্যয় নিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কাজ করে যাচ্ছে গর্বিত ব্যাচটির সকলেই।
উল্লেখ্য, মতিঝিল মডেল স্কুলের এই ব্যাচটির ১ দশক পূর্তী উপলক্ষে এবং দিনটি স্বরণীয় করতে কেক কেটে উদযাপন করা হয়। এতে ব্যাচের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক সতীর্থ অংশ নেন।
বিডিসংবাদ/এএইচএস