মাদ্রিদ ডার্বিতে জেতেনি কেউ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাদ্রিদ ডার্বিতে জেতেনি কেউ, আবার কেউ হারেওনি। হাসিমুখে মাঠ ছাড়া হয়নি কারো, বলা যায় রিয়াল মাদ্রিদই বেশি বিষন্ন। দাপট ধরে রাখলেও কার্লো আনচেলত্তির শিষ্যদের জয় পাওয়া হয়নি; ১-১ গোলে ড্র করেছে আথলেটিকো মাদ্রিদের সাথে। ফলে শীর্ষস্থান উদ্ধারের লড়াইয়ে খানিকটা পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাবিউয়ে শনিবার রাতে আথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে উড়তে থাকা দলটা লা লিগায় যেন একটুখানি বিবর্ন। যদিও ঘরের মাঠে শুরুতে দাপট ধরে রেখেই খেলতে থাকে স্প্যানিশ জায়ান্টরা। তৃতীয় মিনিটেই এগিয়ে যাবার বড় সুযোগ পায় রিয়াল, তবে টনি ক্রুসের কর্নারে হেড করে বল লক্ষ্যে রাখতে পারেননি এন্টনিও রুডিগার।

৯ম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আচমকা শটে ইয়ান ওবলাককে কঠিন পরীক্ষায় ফেলেন মার্কো আসেনসিও। তবে দারুণ রিফ্লেক্স দেখিয়ে উতরে যান আতলেতিকো গোলরক্ষক। এর মিনিট দুয়েক পর সুযোগ মিস করেন করিম বেনজেমাও, বলে পা ছুঁয়াতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে আরো কিছু সুযোগ সামনে এলেও গোলমুখ খুলতে পারেনি রিয়াল, পারেনি আথলেটিকোও।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফেরে। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে মাঠে। ৬১তম মিনিটে নিজেদের সেরা সুযোগ হারায় আথলেটিকো। ডি বক্সের মাথা থেকে অঁতোয়ান গ্রিজমানের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় সফরকারীরা। রুডিগারকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন কোররেয়া।

তবে ১০ জনের আথলেটিকোর সুযোগ নিতে পারেনি রিয়াল বরং আথলেটিকোই খেলতে থাকে সাচ্ছন্দ্যে। যার ধারাবাহিকতায় ৭৮তম মিনিটে এগিয়ে যায় আথলেটিকো। গ্রিজমানের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস। ১-০ গোলে এগিয়ে যায় সিমিওনের শিষ্যরা।

এর ১০ মিনিট পর সমতা ফেরাতে পারতেন এদুয়ার্দো কামাভিঙ্গা। খুব কাছ থেকে তার শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ওবলাক। তবে শেষ রক্ষা হয়নি, সেই কর্নার থেকেই দারুণ হেডে জাল খুঁজে নেন রদ্রিগেস। ফলে সমতা ফেরে খেলায়। এরপর একাধিক আক্রমণের সূচনা হলেও সেখান থেকে ফলাফল আসেনি। ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করলো রিয়াল, ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সালোনা। অন্যদিকে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আথলেটিকো।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here