কারগরি ত্রুটির কারণে এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পরে একটি লাইনে ট্রেন চলাচল শুরু হলেও বর্তমানে দু’টি লাইনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
এমআরটি লাইন-৬ এর একটি স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার কিছু সময় পর হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থা ছিল প্রায় সোয়া এক ঘণ্টার বেশি সময়। ৯টা ৪৫ মিনিটের কিছু সময় পর একটি লাইনে ট্রেন চালু করা হয়। পরে দু’টি লাইনেই ট্রেন চালু করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানিয়েছেন, সকালে মেট্রোরেলের দু’টি লাইনের মধ্যে একটি লাইনের ট্রেনে কোনো কারণে ইমার্জেন্সি ব্রেক হয়। এতে একটি লাইনে ট্রেন আটকে যায়। তাই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে টেকনিশিয়ানরা গিয়ে সমস্যা সমাধান করেন।
এর আগে গত ৯ আগস্ট কারিগরি ত্রুটির কারণে সোয়া দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তখন ডিএমটিসিএল জানায়, কোনো কারণে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের নয়টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।