মেডিকেলে সুযোগ পাওয়া জাহিদের অভিভাবক হয়ে পাশে দাঁড়ালেন পানিসম্পদ উপমন্ত্রী শামিম

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শরীয়তপুর, ১৬ মার্চ, ২০২৩ (বাসস): মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সেই মেধাবী ছাত্র হচ্ছেন উপমন্ত্রীর নিজ আসন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরাঞ্চল উত্তর তারাবুনিয়া ইউনিয়নের জাহিদ হাসান।
জাহিদের ভর্তিসহ লেখা-পড়ার যাবতীয় খরচ বহন করবে এনামুল হক শামীমের রতœগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পাইকবাড়ি গ্রামের দরিদ্র কৃষক মো. ইয়াছিন বকাউলের মেধাবী ছেলে জাহিদ হাসান। জাহিদের মা হাছিনা গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে জাহিদ বড়।
সদ্য প্রকাশিত মেডিকেলের ফলফলে জাহিদের সুযোগ পাওয়ার বিষয়টি জানার পর পরই উপমন্ত্রী এনামুল হক শামীম মুঠোফোনে জাহিদকে অভিনন্দন জানিয়ে পরিবারের খোঁজ খবর সহ অর্থনৈতিক অবস্থারও খোঁজ নেন। সবকিছু জেনে মন্ত্রী জাহিদের ভর্তির খরচ সহ আগামী দিনের লেখা-পড়ার খরচ বহন করার আশ^াস দেন।
জাহিদ হাসান ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস এর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৪০২ তম হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে খুলনা মেডিকেলে অধ্যায়নরত দরিদ্র মেধাবী রাবেয়াকে প্রতি বছর ৫০ হাজার টাকা অনুদান প্রদান, জগন্নাথ বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত দরিদ্র মেধাবী আফজাল গাজীর বাবার আয় বৃদ্ধির লক্ষে অটোবাইক কিনে দেয়া হয়েছে। এছাড়াও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর তার নির্বাচনী এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়মিত বৃত্তি প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here