Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গোলাগুলিতে নারীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গোলাগুলিতে নারীসহ নিহত ৪

0
যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে গোলাগুলিতে নারীসহ নিহত ৪

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। ৪০ ছর বয়সী আন্দ্রে লংমোর নামে ওই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা।

জেমস টার্নার আরো বলেন, হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।

এদিকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে যেকোনো তথ্য দিয়ে সাহায্যের বিনিময়ে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের আপাতত লংমোর নামে ওই ব্যক্তির কাছে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কারণ পুলিশের ধারণা, তার কাছে এখনো অস্ত্র রয়েছে।
সূত্র : সিএনএন ও ইউএসএ টুডে

বিডিসংবাদ/এএইচএস