রংপুরের কাছে হেরে বিপিএল শেষ করল চট্টগ্রাম

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০-এর আসর হার দিয়েই শেষ করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দলজে ম্যাচজয়ী ইনিংস উপহার দেন রাহমানুল্লাহ গুরবাজ। যদিও ম্যাচ শেষ করে আসা হয়নি তার, তবে তার অভাব খুব একটা বোধ করেনি রংপুর রাইডার্স। ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা, একই সাথে শীর্ষ দু‘য়ের লড়ইয়ে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় প্রতিপক্ষ হয়ে উঠল নুরুল হাসান সোহানের দল।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হয় দুই দল।

গনিজেদের শেষ খেলতে নামে তারা। মূলত, প্লে অফ নিশ্চিত করতে না পারায় গ্রুপ পর্ব থেকেই বিপিএলকে বিদায় বলতে হচ্ছে বন্দরনগরীর দলটিকে। ঢাকার পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল ছেড়ে গেল তারা।

১৩৩ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় রংপুর। ৪.৩ ওভারে ৩৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১২ বলে ২০ রান করে আউট হন নাইম শেখ। আরেক ওপেনার রনি তালুকদারের ইনিংসটাও বড় হয়নি, ২৭ বলে ২৮ রান করে এই ব্যাটার। তবে পথ হারায়নি রংপুর, গুরবাজের ব্যাটে এগিয়ে যায় জয়ের পথে।

যদিও জয় নিশ্চিত করে যেতে পারেননি গুরবাজ, পাননি অর্ধশতকের দেখাও। অর্ধশতক না ছুতে পারার আক্ষেপ সাথে নিয়ে আউট হন ৩০ বলে ৪৬ রান করে। তবে বাকি পথটা সামলে নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। বিপিএলে অভিষিক্ত ক্যাডমোরের সাথে ২১ বলে ২৯ রানের অপরাজিত জুটি করে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রংপুর কাপ্তান। জয়ের সময়ে সোহান অপরাজিত থাকেন ১৩ বলে ১৫ ও ক্যাডমোর অপরাজিত থাকেন ১৫ বলে ২০ রানে।

এর আগে টসে জিতে আজ ব্যাট করতে নেমে ধ্বস নামে চট্টগ্রামের ব্যাটিং অর্ডারে। ৯ ওভারে মাত্র ৫৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ বলে ২ রান করে উসমান খান ও ৯ বলে ১১ রান করে আউট হন ম্যাক্স ও’ডাউড। মাত্র ১৭ রানে দুই ওপেনারকে হারানোর পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম।

তবে আফিফ হোসেন পাল্টা আক্রমণের পথ বেছে নেন, তবে তা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি, ৮ বলে ১৫ করেই আউট হন তিনি। মাঝে মেহেদী মারুফ আউট হন ৭ বলে ৪ রান করে। কার্টিস ক্যাম্ফারও ভয়ের কারণ হতে পারেনি, ৭ বলে মাত্র ৩ রান আসে তার ব্যাটে। তবে শেষ দিকে এসে চট্টগ্রাম দিশা খুঁজে পায় তুষার খানের ব্যটে, ২৬ বলে ২৮ রান করেন তিনি।

জিয়াউর রহমানকে নিয়ে ২৭ বলে ৩৪ রানের জুটি গড়েন তুষার। জিয়াউর রহমানের ব্যাটে আসে ২৫ বলে ৩৩ রান। শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ১৭ ও বিশ্বনাথের ১১ রানে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও হারিস রউফ, একটি করে উইকেট যায় ওমরজাই, হাসান মাহমুদ ও রিপন মণ্ডলের ঝুলিতে।

বিডিসংবাদ/এএইচএস