Home জাতীয় রাঙ্গামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাঙ্গামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

0
রাঙ্গামাটিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় কুমার সুমিত রায় জিমনেশিয়ামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।
উন্নয়ন মেলার উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের আয়োজনে রাঙ্গামাটি কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি পৌরমভার মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আহমেদ শফি, জনস্বাসাস্থ্য প্রকৌশলীর নির্বাহী কর্মকর্তা পরাগ বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here