রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৮৮ পিস ইয়াবা, ২২ কেজি ১৩৫ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ

বিডিসংবাদ/এএইচএস