বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনার পর ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে দায়িত্ব পালন করতে বাংলাদেশ থেকে দেশটিতে যাচ্ছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ১২ সদস্যসহ মোট ৭০ সদস্যের একাধিক দল। বুধবার রাত ১০টার দিকে দলগুলো বিমানবাহিনীর (সি ১৩০) উড়োজাহাজে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবাজারসংলগ্ন কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ সম্মিলিত সাহায্যকারী দলের সাথে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করে। দলগুলোর নেতৃত্ব দেবেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা।
তিনি আরো জানান, দলটিতে দুজন সহকারী পরিচালক, একজন উপসহকারী পরিচালক, একজন সিনিয়র স্টেশন অফিসার, একজন লিডার এবং বাকি ছয়জন ফায়ার ফাইটার রয়েছেন। এছাড়া তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ সদস্যের একটি দল, ১০ সদস্যের একটি চিকিৎসক দল ও ১০ জন ক্রু একই উড়োজাহাজে করে দেশ ছাড়বেন। উদ্ধারকারী ৬০ সদস্যের সাথে আরো ১০ জন অংশ নেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা যাচ্ছেন, তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপের (ইনসারাগ) স্ট্যান্ডার্ড অনুযায়ী ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনায় আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত। তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন। ফায়ার সার্ভিসের দলটি তুরস্কে বিধ্বস্ত ভবনের কংক্রিট, রড ও গ্রিল কাটার জন্য সাথে করে প্রয়োজনীয় হালকা যন্ত্রপাতি নিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী দলটির দেশে ফেরার তারিখ ১৫ ফেব্রুয়ারি। প্রয়োজনে ফেরার সময় পেছাতে পারে। প্রথমবারের মতো এবারই ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল হিসেবে দেশের বাইরে যাচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস