রায়বেন্ড বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ, ৫ লাখ মুসল্লি সমাগমের আশা

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানে রায়বেন্ড বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ। প্রথম পর্বের এ সমাবেশ আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার ডেইলি জংগ জানিয়েছে, রায়বেন্ড বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অন্তত ৫ লাখ মুসল্লি সমাগমের আশা করা হচ্ছে। এরই মধ্যে ইজতেমার মূল প্যান্ডেলে ২ লাখ মুসল্লি এসে পৌঁছেছেন।

এবারের ইজতেমায় পাকিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা অংশ নিচ্ছেন।

প্যান্ডেলে গমন-বহির্গমনের জন্য গেটে চেকিং সিস্টেম স্থাপন করা হয়েছে।

বিশ্ব ইজতেমা সফল করতে এরই মধ্যে সকল আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করেছে রায়বেন্ড পৌর কর্তৃপক্ষ।

সূত্র : ডেইলি জংগ

বিডিসংবাদ/এএইচএস