রাশিয়ার দাগেস্তানে পেট্রোল পাম্পে আগুনে ১২ জন নিহত

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি ফিলিং স্টেশনে সোমবার বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, ‘মাখাচকালায় আগুনে ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে ১২ জন মারা গেছে।’
মাখাচকালা কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত।এটি দাগেস্তানের রাজধানী।
এতে আরো বলা হয়েছে, গুরুতর আহতদের মস্কোতে সরিয়ে নিতে একটি বিমান মাখাচকালায় পাঠানো হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি গাড়ি পরিষেবা স্টেশনের বিল্ডিংয়ে হয়েছিল। যেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগুন লেগেছিল।
দাগেস্তান প্রশাসনের প্রধান সের্গেই মেলিকভ টেলিগ্রামে বলেছেন, রাত ১০ টার কিছু আগে (১৯০০জিএমটি) বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
তিনি বলেন, ‘বিস্ফোরণের কারণ ও ধরণ স্পষ্ট করা হচ্ছে।’
‘তাস’ নিউজ এজেন্সি জানায়, রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
রাশিয়ান দৈনিক ইজভেস্টিয়া টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, আগুন এমন একটি এলাকায় শুরু হয়েছিল যেখানে গাড়ি পার্ক করা ছিল এবং পেট্রোল স্টেশনে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিস্ফোরণের পর সবকিছু আমাদের মাথায় পড়ে যায়, আমরা আর কিছুই দেখতে পাইনি।’
‘রিয়া নভোস্তি নিউজ’ এজেন্সি টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে একটি বিল্ডিং থেকে আগুনের শিখা উঠছে এবং তারপরে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে।
আগুন প্রায় ৬০০ বর্গ মিটার (৬,৪৫০ বর্গফুট) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয় জানিয়েছে, ২৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস