রাশিয়ার সাথে এখন আর আলোচনা নয় : জেলেনস্কি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখন আর রাশিয়ার সাথে আলোচনা চান না।

তিনি গতরাতে মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারো সাথে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন।’

জেলেনস্কি আরো বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।’

গতকাল (রোববার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘রাশা-ওয়ান’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সাথে আলোচনার বিরোধী নয় মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এ ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে।

গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন আগের চেয়ে আরো বেড়েছে।
সূত্র : পার্সটুডে
বিডিসংবাদ/এএইচএস