রুশ সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সাথে সীমান্ত এলাকায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমানা-প্রাচীর নির্মাণ করছে ফিনল্যান্ড। তিন মিটার (১০ ফুট) উচ্চ ‘বর্ডার গার্ড’ নামে পরিচিত এই বেড়ার শীর্ষে থাকবে কাঁটাতার।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে রাশিয়ার সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের (১,৩৪০ কিলোমিটার)। বর্তমানে হালকা কাঠের বেড়া দিয়ে সীমান্ত সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অনেক রুশ পালিয়ে ফিনল্যান্ডে আসতে চাওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য নরডিকভুক্ত দেশ ফিনল্যান্ড মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার কাজে আরেক ধাপ এগিয়ে গেছে।

মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে সীমান্ত-প্রাচীর নির্মাণের কাজ শুরু করে ফিনল্যান্ড। এতে নাইট ভিশন ক্যামেরা, লাইট ও লাউডস্পিকারও সংযোজন করা হবে। জুনের মধ্যে এ কাজ শেষ হবে বলে ধারণঅ করা হচ্ছে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here