লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াত এর নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আজ জেলা সদরে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।
দুপুর ১টায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। তারা আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চায়। তথাকথিত পদযাত্রার নামে কোন বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করে বলে জানান নেতারা।
আলোচনা সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here