লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও পুরো আসর খেলা হবে না সাকিবের, তবুও আগে-ভাগেই সাকিবকে দলভুক্ত করে রাখলো ফ্রাঞ্চাইজিটি।

অবশ্য ড্রাফট শুরু হবার আগেই এলপিএলে আগ্রহের শীর্ষে ছিলেন সাকিব। এলপিএলের ওয়েবসাইটেও বিশেষভাবে উল্লেখ করা ছিল সেভেন্টি ফাইভের নাম। তার দিকে চোখ ছিল পাঁচ ফ্রাঞ্চাইজির সবগুলোর। তবে শেষ পর্যন্ত গলের হয়েই মাঠে নামবেন সাকিব।

লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের ড্রাফটে নাম লেখানোর শেষ সুযোগ ছিল ১৫ মে পর্যন্ত। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here