যৌন কেলেঙ্কারি,অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে টিকাটুলি, শেরেবাংলা স্কুলের সভাপতি রিয়াজের বিরুদ্ধে! দ্বায় সারা পদত্যাগ

যৌন কেলেঙ্কারি,অর্থ আত্মসাত ও নানা অনিমের অভিযোগ উঠেছে টিকাটুলি, শেরেবাংলা স্কুলের সভাপতি রিয়াজের বিরুদ্ধে!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজকে অব্যাহতি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

তিনি বলেন, যে ব্যক্তি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। রিয়াজকে বর্তমানে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইতোমধ্যে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ১৯,০৯,২৩ ইং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের স্বাক্ষরিত অব্যাহতি পত্র রিয়াজকে দেওয়া হয়।

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক-শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে বিদ্যালয়টির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে তিনি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর সূত্রাপুর থানাধীন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির বর্তমান সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন পদত্যাগ করায় অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) মনোনয়ন দেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here