বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চাঁদপুর সদর উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর বেপারী বাড়িতে হঠাৎ বিরল প্রজাতির বিষধর রাসেল ভাইপার সাপ দেখা গেছে। রোববার দুপুর থেকে সাপটি একটি স্থানে অবস্থান করছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমকর্মী মোবারক হোসেন জানান, মেঘনা নদীর তীরের পাশে বেপারী বাড়িতে সবজি গাছে ঝুলে আছে বিষধর রাসেল ভাইপার। আর তার কয়েক গজ দূরেই ছোট ছোট বাচ্চা মুরগীর একটি খামার রয়েছে। এলাকাবাসী ধারণা করছে, মুরগি খাওয়ার জন্য এ রাসেল ভাইপার সাপ ওই স্থানে অবস্থান করছে।
সাপটি কাউকে ছোবল দেয় কিনা এবং কোনো ধরনের ক্ষতি করে কিনা এই নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।
চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর অনুরোধে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা চট্রগ্রাম থেকে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, বিষধর এ সাপটি অনাহারে থেকে খাবারের সন্ধানে নদীর চর থেকে উঠে এসে বাড়ির লোকালয়ে অবস্থান নিয়েছে। রাসেল ভাইপার মানুষ দেখলে হঠাৎ মুখ থেকে মানুষকে লক্ষ্য করে বিষ ছুঁড়ে মারার অভ্যাস আছে। সেজন্য তিনি লোকজনকে সাপটি দেখার জন্য কাছে ভিড় না করার অনুরোধ করেছেন।
বিডিসংবাদ/এএইচএস