বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
একটা ম্যাচে যতটা হাড্ডাহাডি লড়াই করা যায়, একটা ম্যাচে যতটা রেমাঞ্চ ছড়ায়; তার সবটাই ছিল লিভারপুল-টটেনহামের ম্যাচে। ষোলআনা শিহরণ ছড়ানো এই ম্যাচে অলরেডরাই শেষ হাসি হেসেছে। রোববার টটেনহামকে হারিয়েছে ৪-৩ গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুই ক্লাবের লড়াই। দুই দলই এবার প্রায় সমপর্যায়ে; পাঁচে ও ছয়ে। সুতরাং খানিকটা যে উত্তেজনা ছড়াবে তা জানাই ছিল। কিন্তু তার পরিমাণ যে এত হবে তা কে ভেবেছিল! বিশেষ করে প্রথম ১৫ মিনিটেই টটেনহাম ৩ গোল হজম করে ফেলায় একপেশে ম্যাচ হবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সব ধারণা ভুল হয়ে যায় সময়ের সাথে সাথে।
শুরুর ১৫ মিনিটে টটেনহামের নাভিশ্বাস তুলে দিয়েছিল লিভারপুল। আক্রমণের পর আক্রমণে অসহায় হয়ে পড়েছিল তারা। এরই ফাঁকে তৃতীয় মিনিটেই গোল আদায় করে নেয় লিভারপুল, কার্টিস জোন্স এগিয়ে দেন স্বাগতিকদের।
এর দুই মিনিট পর লুইস দিয়াজের গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। আর ১৫তম মিনিটে গাকপোর এনে দেয়া পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোল মোহাম্মদ সালাহ।
তবে ৩৯ মিনিটে ব্যবধান কমায় টটেনহাম। একটি গোল শোধ দেয় তারা। গোল করেন হ্যারি কেইন। তবে আসল খেলা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৭৭তম আরো একটা গোল শোধ দিয়ে বসে টটেনহাম। গোল করেন হিয়ুং-মিন সন। স্কোরবোর্ড তখন ৩-২।
তবে আসল রোমাঞ্চটা অন্য পর্যায়ে চলে যায় ম্যাচের অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিট অ্যানফিল্ডকে স্তব্ধ করে দেন রিচার্লিসন, গোল করে বসেন তিনি। ফলে ম্যাচে ফেরে সমতা; লিভারপুল ৩-৩ টটেনহাম!
শেষ হতে পারত সেখানেই, তবে হয়নি। মহানাটকীয়তার জন্ম দিয়ে পরের মিনিটেই আরো এক গোল করে লিভারপুল! দলের হয়ে চতুর্থ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। আর এই গোলেই চূড়ান্ত ফলাফল আসে ম্যাচে, খেলা থামে ৪-৩ ব্যবধানে।
এই জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান উলট-পালট হয়েছে দুই দলের মাঝে। পাঁচে থাকা টটেনহাম নেমে গেছে ছয়ে আর ছয় থেকে লিভারপুল উঠে এসেছে পাঁচে।
বিডিসংবাদ/এএইচএস