সরকারের নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে : আপিল বিভাগ

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামিট গ্রুপকে সরকার নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

একইসাথে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ।

সরকারের সাথে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করছে এ মর্মে মামলা হয়। সেইসাথে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। যার পরিপ্রেক্ষিতে আপিল করে আজ জিতল বিদ্যুৎ বিভাগ। এতে সরকারের সাথে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here