বিডিসংবাদ ডেস্কঃ
জাগো নিউজের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের উপর হামলা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে গত ৫ তারিখ, বুধবার দিবাগত রাত আনুমানিক ১:০০ ঘটিকায় চট্টোগ্রাম টেরিবাজার এলাকার রাঘুনাথ বাড়ী মন্দিরে।
জানা যায়, ঐদিনটি ছিল ৪ আগষ্ট মঙ্গলবার শারদীয় দূর্গা পূজার নবমীর দিন। সেই উপলক্ষে আনুমানিক রাত ১১:০০টায় সাংবাদিক বিপ্লব দীক্ষিত তাঁর স্ত্রী সন্তান ও পরিবার পরিজন নিয়ে পূজার আনন্দ উদযাপন করতে যান তাঁর বাড়ির কাছে টেরিবাজারের রঘুনাথ বাড়িস্থ রঘুনাথ মন্দিরে। পূজা উৎসব উদযাপন করার পাশাপাশি তিনি ফেসবুকে তাঁর পূজার লাইভ ব্রডকাস্টিং করছিলেন।
এ সময় আসামী অর্জুন বিশ্বাস (৩০), একই এলাকার রঘুনাথ বাড়ির পিযুষ দত্তের ছেলে অভয় দত্ত (২৮) ও পরিতোষ দেবের ছেলে ভূবন দেবসহ (২৫ সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন এসে কেন লাইভ করছিলেন এ নিয়ে তাঁর সাথে বাকবিতন্ডা শুরু করেন, বাকবিতন্ডার এক পর্যায়ে হঠাৎ কয়েকজন লাঠিসোটা ওভারী অস্ত্র-সস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমন করে তাকে গুরুতর আহত করেন এমনকি তাঁর কাছে থাকা প্রায় ১ লাখ টাকার মুল্যবান প্রায় দেড় ভরি ওজনের স্বর্নের চেইন তাঁরা লুট করে। পরে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চট্টোগ্রাম মেডিকেল কলেজের হাস[পাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তাঁর পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, “আক্রমণটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি হত্যার আক্রমন যার নেতৃত্ব ছিল মোহাম্মদ আলী( ওরফে গামছা মোহাম্মদ আলী) , ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী অশোক দেব লিটন , রাতুল মল্লিক, রাহুল মল্লিক, পরিতোষ দেব, নীলু দেবসহ অনেকে। সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব ও তাঁর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল এই অসাধু দখলদারদের সাথে। এই নিয়ে এর আগেও নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং আসামীদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলাও চলমান।”
এছাড়া উল্লেখিত রঘুনাথ বাড়ির মন্দিরটিও তাঁর পূর্ববতী বংশধরদের থেকে পাওয়া একটি পারিবারিক মন্দির। যেখানে আসামীরা ইয়াবাসহ নানা মাদক ব্যবসার কারখানা বানিয়েছিল যা নিয়ে বিভাষ দিক্ষিৎ বিপ্লব প্রতিবাদ করেছিল।
সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব বিডিসংবাদ’কে জানান, “কর্মসূত্রে আমি ঢাকায় থাকি। দুর্গাপূজায় বেড়াতে এসে রঘুনাথ মন্দিরে পূজার দৃশ্য ফেসবুকে লাইভ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হই। হামলাকারীরা আমার কাছ থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে । এর আগে আমার মা পূজার আগে আমাকে ফোন করে আমাকে পরিকল্পিত হামলার আসামীদের ব্যপারে আমাকে সতর্ক করেছিল যে আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এবং আমি যেন পুজার ছুটিতে বাড়িতে না আসি।“
পরবর্তীতে এই নিয়ে সাংবাদিক বিপ্লব দীক্ষিতের পরিবার এই অভিযোগের ভিত্তিতে কোতায়ালী থানায় একটি মামলা করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, জাগো নিউজের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাবিবারিক সূত্রে জানা যায়, মামলার আসামীরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং তাঁরা এলাকায় জনসম্মুখে অবস্থান নিচ্ছে এবং সাংবাদিক বিপ্লব দীক্ষিতের পরিবারকে হুমকি ধুমকি দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে।