বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের জোড়া আঘাতে ১০.১ ওভারেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অপর উইকেটটি নিয়েছেন এবাদত হোসেন।
চট্টগ্রামের এ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান।
এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে বোলিংয়ে এসে আবারো আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।
তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। তবে ইনিংস শেষ হয়ে যায় ৭ বল বাকি থাকতেই।
বিডিসংবাদ/এএইচএস