সাকিবের বিতর্কিত আউট নিয়ে ব্যঙ্গ মুশফিকের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপে এমনিতেই নড়বড়ে পারফরম্যান্স ছিলো বাংলাদেশের। ব্যাটে-বলে উভয় বিভাগেই ব্যর্থতায় ঘুরপাক খেয়েছেন ক্রিকেটাররা। সেখানে আবার আম্পায়ারদের বিতর্কিত ভুল সিদ্ধান্ত আরো পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে।

কথাটা সাধারণ সমর্থকদের নয়, রোববার ম্যাচ শেষে পেসার ইবাদত হোসেন হতাশা ব্যক্ত করে বলেন, ‘আম্পায়াররা দেখেও দেখছে না। দেখেও ভুল করছে। এগুলো তো আমাদের বিপক্ষে যাচ্ছে সবকিছু। তবুও সব সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হচ্ছে। শেষ ম্যাচেও ভুল সিদ্ধান্ত হয়েছে। এমন সিদ্ধান্ত যদি প্রতি ম্যাচে হয়, তাহলে আমাদের মতো দলের সেখান থেকে ফিরে আসা কঠিন।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও হতাশা ব্যক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত। এই ওপেনার আম্পায়ারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন ‘আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।’

এদিকে বিশ্বকাপ দলে না থেকেও মুখ খুলেছেন রুবেল হোসেন। প্রথমে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে যদি এরকম ভুল হয় সত্যিই মানা খুবই কষ্টকর।
বাংলাদেশের সাথেই কেন বারবার হয়?’ পরবর্তীতে আরো একটা স্ট্যাটাস দেন রুবেল। সেখানে বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই, ক্রিকেটকে যদি বাণিজ্যিকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে এরকম ডিসিশন হওয়াটাই স্বাভাবিক। আমি জানিনা ভদ্রলোক তার চোখটা কোথায় রেখেছিলেন। পুরো মোমেন্টামটাই নষ্ট করে দিলো। কিন্তু এটাও সত্য আজ আমরা ভালো ব্যাটিং করিনি। ব্যাডলাক সাকিব আল হাসান। তবে এটা নতুন কিছু নয় আমাদের কাছে। কেন জানি আমরা সব সময় দাদাদের কাছে হেরে যাই।’

আরেক ক্রিকেটার তর্ক সাপেক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও মেনে নিতে পারছেন না আম্পায়ারের এমন দ্বিমুখী আচরণ। পুরোদস্তুর ট্রল করেছেন এই উইকেট কিপার ব্যাটার। অসন্তুষ্টি প্রকাশ করতে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কও টুইটারের আশ্রয় নেন। ব্যঙ্গ করে তিনি লিখেন, ‘টিভি আম্পায়ারের দারুণ সিদ্ধান্ত।’ সাথে হাসির ইমোজি ব্যবহার করেন তিনি।

সাকিবের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল আম্পায়ারের সিদ্ধান্তে তিনি কতটা বিস্মিত। বাংলাদেশের সমর্থক তো বটেই, এমনকি পাকিস্তানি সমর্থকরা পর্যন্তও বিস্মিত হন আম্পায়ারের এমন সিদ্ধান্তে। সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরাও আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ও অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার টম মুডিও জানান, ‘সাকিব পরিষ্কাররভাবেই নট আউট ছিল।’

এই যখন অবস্থা, তখন সাকিবের উইকেট যার নামে দেয়া হয়, সেই শাদাব খানের মতামত কি এই উইকেট নিয়ে? এমন প্রশ্নের জবাবে শাদাব খান আম্পায়ারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানান, ‘বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।’

বিডিসংবাদ/এএইচএস