বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরু হয়েছিল খেলা। পাওয়ার প্লে নির্বিঘ্নে পাড়ি দেয়া গেলেও শুরু হয়েছে বৃষ্টি বাধা। মাঠ ছেড়েছেন খেলোয়াড়েরা। এর আগ পর্যন্ত ৭.২ ওভারে স্কোরবোর্ডে এসেছে ২ উইকেটে ৩৯ রান। নাবি ১৪ বলে ১১ ও ইবরাহীম অপরাজিত আছেন ২০ বলে ১১ রানে।
এর আগে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। তাসকিন আহমেদের সামনে দাঁড়াতেই পারেনি তাদের উদ্বোধনী জুটি। ফিরেছেন দুই ওপেনারই, দু’জনকেই ফেরান তাসকিন। ৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬ রান। তবে এরপর মোহাম্মদ নাবি ও ইবরাহীম জাদরানের ব্যাটে লড়াই করছে তারা।
প্রথম ওভারেই ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তাসকিনকে, পরের বলেও এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন তাকে। তবে ব্যাটে বল লেগে উঠে যায় উপরে, নিজেই ছুটে এসে তালুবন্দি করেন তাসকিন। গুরবাজ ফেরেন ৫ বলে ৮ রান করে।
হাসান মাহমুদের পরের ওভারে হাসান মাহমুদ মাত্র ২ রান দিলে তৃতীয় ওভারে ফেরেন তাসকিন। এবার এসে ফেরান আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে। তীব্র বেগে আসা বলে তাল সামলাতে পারলেন না। ব্যাটে বল ছুঁয়ে তাই চলে যায় লিটন দাসের গ্লাভসে। ৫ বলে ৪ করেন তিনি।
বিডিসংবাদ/এএইচএস