সিলেট ওসমানী হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সবধরণের সহযোগিতা করা হবে : সিসিক মেয়র

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সবধরনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিক মেয়র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এসময় মেয়র হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করতে সিসিকের পক্ষ থেকে লোকবল বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান, হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ জলিল কায়সার খোকন, ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here