সুর সঙ্গীতে নিউ ইয়র্ক মাতালেন সাবিনা ইয়াসমিন

নিউ ইয়র্ক সংবাদদাতাঃ পুরোনো দিনের গানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী দর্শক মাতালেন দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে যখন তাঁর একক সঙ্গীতানুষ্ঠান শুরু হয়, তখন মিলনায়তনে দর্শকশ্রোতা ছিল কানায় কানায় পূর্ণ।

এই সংগীতানুষ্ঠান ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছিল। অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য সব টিকেট আগেই বিক্রি হয়ে যায়।

নিউ ইয়র্কে প্রথমবারের মতো সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে পিজি গ্রুপ। অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার সকালে সাবিনা ইয়াসমিন নিউ ইয়র্কে পৌঁছান। তাঁর সঙ্গে আসেন সহশিল্পী জাহাঙ্গীর সাইদ।