সেই অধিনায়কদের কেউ নেই, বিশ্বকাপে ১০ দলেই নতুন নেতা!

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। আর মাত্র কয়েক মাস বাকি। ভারতে বসবে এবারের আসর। মজার ব্যাপার হলো, ২০১৯ সালে ১০ দলের অধিনায়ক যারা ছিলেন, তারা হয়তো এবারে আর অধিনায়ক থাকবেন না। বিশ্বকাপে প্রথমবার এমন ঘটতে চলেছে। আগেরবারের কোনো অধিনায়কই পরেরবার আর নেই। এমনকি বিশ্বকাপজয়ী অধিনায়কও আর নেই।

গতবারের বিশ্বকাপে যে ১০ দল খেলেছিল, তাদের অধিনায়ক ছিলেন গুলবাদিন নাইব (আফগানিস্তান), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), মাশরাফী মোর্তুজা (বাংলাদেশ), অইন মর্গ্যান (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), ফ্যাফ ডুপ্লেসি (দক্ষিণ আফ্রিকা), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা) এবং জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)। এরা কেউই এখন আর তাদের দেশের অধিনায়ক নন। সব দেশেরই অধিনায়ক পাল্টে গেছে।

ভারতীয় দলের দায়িত্ব এসেছে রোহিত শর্মার কাঁধে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। ফিঞ্চ অবসর নিয়ে নিয়েছেন। বিরাট এখন আর নেতৃত্ব দেন না। পাকিস্তান দলের দায়িত্ব বাবর আজমের কাঁধে। ডুপ্লেসির জায়গায় এবারের বিশ্বকাপে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যানও অবসর নিয়েছেন। নেতৃত্ব দেবেন জস বাটলার। একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শাহিদি। যোগ্যতা অর্জন করতে পারলে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দলও গত বারের অধিনায়ক নিয়ে খেলতে আসবে না। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা এবং ক্যারিবিয়ান দলের নেতৃত্বে শাই হোপ।

এ বছর অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। চলবে নভেম্বর পর্যন্ত। ওই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইতিহাস তৈরি হওয়ার পথে। কোনোবার এমন হয়নি যে পর পর দু’টি বিশ্বকাপে একটিও দেশের অধিনায়ক আগেরবারের বিশ্বকাপে নেতৃত্ব দেননি। ৫০ ওভারের বিশ্বকাপে প্রথমবার নেতৃত্ব দেবেন তারা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি দল প্রায় নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউ জ়ল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তানের জায়গা পাকা। দক্ষিণ আফ্রিকা প্রায় নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। বাকি দু’টি দল কারা হবে সেটা যদিও জানা যাবে যোগ্যতা অর্জনের ম্যাচের পর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস