সেনাবাহিনীকে উসকে দেয়ার অভিযোগ ইমরানের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির ‘বৃহত্তম’ রাজনৈতিক দলের বিরুদ্ধে সেনাবাহিনীকে উসকে দেয়ার জন্য ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টকে (পিডিএম) দায়ী করেছেন। এবং দেশটির জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্যও দলটিকে অভিযুক্ত করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) বিরুদ্ধে ‘বৃহত্তম’ রাজনৈতিক দলের বিরুদ্ধে উস্কানি এবং পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রের জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করেন

বুধবার ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘পিডিএম নেতাদের ও লন্ডনে পলাতক নওয়াজ শরীফের দেশের সংবিধানকে অপমান করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা কিংবা পাকিস্তান সেনাবাহিনীর বদনাম হয়েছে কি-না তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা লুণ্ঠিত সম্পদ বাঁচানোর জন্য তাদের স্বার্থ খুঁজছেন।’

ইমরান খান দাবি করেন, ‘আমি একটা ভীতিকর স্বপ্ন দেখছি, দেশ আসন্ন বিপর্যয়ের দিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার একমাত্র সমাধান নির্বাচন। আমি নির্বাচন হতে দেয়া এবং দেশকে বাঁচানোর জন্য ক্ষমতাবানদের কাছে আবেদন করছি।’

তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে আন্তর্জাতিক মিডিয়াতেও পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন দাবি করে বলেন, ‘আমি যখন সেনাবাহিনীকে তিরস্কার করি, তখন মনে হয় যে আমি আমার বাচ্চাদের সমালোচনা করছি।’

ইমরান খান উল্লেখ করেন, কিছু রাজনীতিবিদ বর্তমান সেনাপ্রধানকে বলছেন যে ইমরান খান ক্ষমতায় গেলে তাকে পদ থেকে সরিয়ে দেয়া হবে। এ সম্পর্কে তিনি জানান, ‘আমি বারবার বলেছি যে আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। সাবেক সেনাপ্রধান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে আমি নিশ্চিত হয়েছিলাম। কিন্তু আমি কোনো হস্তক্ষেপ করিনি।’

জামান পার্কের বাসভবনে প্রায় ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে বলে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইমরান খান বলেন, ‘সার্চ ওয়ারেন্ট পাওয়ার পর সরকারকে অবশ্যই আইনানুগ উপায়ে বাড়িটি তল্লাশি করতে হবে। কারণ সন্ত্রাসীদের উপস্থিতি আমার নিজের জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ।’

তবে তিনি সতর্ক করেন, ‘কিন্তু এটিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল পিটিআইয়ের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করার অজুহাত বানাবেন না।’

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারকে প্রদেশের কর্পস কমান্ডার হাউস ও অন্য রাষ্ট্রীয় ভবন রক্ষা না করার অভিযোগ করে ইমরান খান বলেন, তিনি প্রমাণ পেয়েছেন যে কিছু অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি পিটিআইয়ের সমাবেশে প্রবেশ করেছিল এবং উস্কানি দেয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পত্তিতে আক্রমণ করেছিল।

পিটিআইয়ের ২৫ কর্মী নিহত, প্রায় ৭০০ জন গুলিবিদ্ধ ও সাত হাজার কর্মী গ্রেফতার হয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, এটি একটি ‘বড় প্রতিক্রিয়া’ সৃষ্টি করবে, যা দেশের জন্য ক্ষতি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেন, ‘সম্ভবত আবার গ্রেফতারের আগে এটাই আমার শেষ টুইট। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে।’

সূত্র : দ্য ডন

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here