বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে তেহরান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ইরান।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্চ মাসে চীন-মধ্যস্ততাকারী চুক্তির পর দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বছরের পর বছরের বৈরিতার অবসান ঘটাতে সম্মত হওয়ার পর এ আমন্ত্রণ জানানো হয়।
ইরানি কূটনীতিক নাসের কানানি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ’রিয়াদে আমন্ত্রণের বিনিময়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি বাদশাহকে একটি আমন্ত্রণ পাঠিয়েছেন।’
উভয় দেশের প্রযুক্তিগত প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে তাদের মিশন পুনরায় খোলার প্রস্তুতি নিচ্ছে।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, তেহরান বলেছে যে এই মিশনগুলো ৯ মে-এর মধ্যে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস