হঠাৎ ইউক্রেন গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হঠাৎ ইউক্রেন সফরে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইউল। চলমান যুদ্ধে রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন জানাতেই তার এ সফর বলে জানা গেছে।

শনিবার ইউয়োনের অফিস জানিয়েছে, তিনি তার স্ত্রী কিম কিউন-হিকে সাথে নিয়ে ইউক্রেন সফরে গেছেন। পোল্যান্ড সফর ও ন্যাটো সম্মেলনে যোগ দিতে লিথুনিয়া যাওয়ার পথে তিনি ইউক্রেন গেলেন। ইউক্রেনে রাশিয়ান আক্রমণের ১৭ মাসের মধ্যেই এটিই তার প্রথম ইউক্রেন সফর।

ইয়োন ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি দুটি ছোট শহর বুচা ও ইরপিনে যান। সেখানে যুদ্ধে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

বিবৃতিতে আরো জানানো হয়, সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন ইয়োন।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং অস্ত্র রফতানিতে এগিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়া ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে চাপে রয়েছে। অপরদিকে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ওপর প্রভাব রয়েছে রাশিয়ার।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস