বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিদায় নাকি বিশ্রাম? মাহমুদুল্লাহ ইস্যুতে স্পষ্ট উত্তর দিলেন হাথুরুসিংহে। জানালেন, মাহমুদুল্লাহ এখনো তার পরিকল্পনার অংশ, এখনো তার সামনে ভবিষ্যৎ দেখছেন তিনি। হাথুরু বললেন, এখনো মাহমুদুল্লাহর সেরাটা দেয়ার বাকি। তাকে বাদ দিয়ে নয়, বরং তার বিকল্প নিয়েই যেন বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ, তারই চেষ্টায় আছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। ফোনে চারিদিকে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়ার। এরই মাঝে গুঞ্জন ওঠে হয়তো মাহমুদুল্লাহর শেষ দেখা হয়ে গেছে, এখানেই থমকে যাচ্ছে তার ক্যারিয়ার। তবে আজ প্রধান কোচ হাথুরুসিংহে জানালেন, মাহমুদুল্লাহ তার বিশ্বকাপ পরিকল্পনার অংশ।
হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় না সে তার সেরা সময় পেছনে ফেলে এসেছে। আমরা চেষ্টা করছি বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়ের পুল বাড়াতে। বিশ্বকাপের কাছাকাছি গিয়ে যদি কোনো কিছু হয়ে যায়, আমাদের হাতে যেন তখন পর্যাপ্ত খেলোয়াড় থাকে। যাদের আমরা দেখেছি এবং যাদের ওপর ভরসা করতে পারি আর যারা নিজের ভূমিকা পালন করতে পারে।’
হাথুরুসিংহে আরো বলেন, ‘আমরা কিছু ছেলেকে দেখতে চাই আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিজেদের কতটা মেলে ধরতে পারে। তার মানে এই নয়, যে ছেলেটা পারফর্ম করেছে, মানে মাহমুদউল্লাহ ফুরিয়ে গেছে বা তর সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে এখনো আমাদের পরিকল্পনায় আছে।’
বিডিসংবাদ/এএইচএস