বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
শীতের প্রকোপে তালেবান শাসিত আফগানিস্তানে চলতি মাসে মৃত্যু হয়েছে ১৬২ জনের। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে আশঙ্কা কাবুলের আবহাওয়া দফতরের।
সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়তে পারে, মনে করছে স্থানীয় প্রাশসন। পরিস্থিতি ক্রমশ করুণ হয়ে উঠছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রবল শীতের সাথে লড়ার মতো পর্যাপ্ত জ্বালানি নেই গরিব আফগানদের কাছে।
গত ১৫ বছরের মধ্যে শীতলতম জানুয়ারির সাক্ষী কাবুলসহ গোটা দেশ। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। তার প্রভাবেই চলতি মাসে আফগানিস্তানে ১৬০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তার মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে মোট ৮৪ জনের।
দুর্যোগ মোকবেলা মন্ত্রণালয়ের মুখপাত্র সইফুল্লা রহিমি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১০ জানুয়ারি থেকে আজ অবধি প্রবল শীতে ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত সপ্তাহেই মৃত্যু হয়েছে ৮৪ জনের।
তালেবান শাসনে তীব্র আর্থিক সঙ্কটে ভুগছিল আফগানিস্তান। অনাহারে মৃত্যু হচ্ছিল বহু মানুষের। তার মধ্যে এবার শীতের কামড়ে প্রাণ খোয়াচ্ছেন সাধারণ নাগরিকরা। ভয়ঙ্কর শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। এমন পরিস্থিতিতে মহিলা সেবাকর্মীদের উপর নিষেধাজ্ঞা থাকায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো দুস্থদের ঠিক মতো সাহায্য করতে পারছে না বলেও অভিযোগ।
জানা গেছে, কাবুল শহরে দিনের বেলা শিশুরা প্ল্যাস্টিক কুড়িয়ে বেড়াচ্ছে। রাতে ওই প্লাস্টিক পুড়িয়ে বাঁচার চেষ্টা করছে পরিবারগুলো। বাড়ির নিচের অস্থায়ী বাঙ্কারে আশ্রয় নেয়া এক আফগান পিতা জানাচ্ছেন, পাঁচ সন্তান ঠান্ডায় কষ্ট পাচ্ছে। গোটা রাত কাঁদছে। কিন্তু কয়লা যোগাড় করার ক্ষমতা নেই আমার।
চলতি সপ্তাহেই কাবুল সফরে আসেন জাতিসঙ্ঘের প্রধান মার্টিন গ্রিফিথস। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মহিলা সেবাকর্মীদের উপর নিষেধাজ্ঞা থাকায় বর্তমান কঠিন পরিস্থিতিতে সাধারণ আফগানরা আরো বেশি ঝুঁকিতে রয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস