১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ মিসরের

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভিসা ছাড়াই মিসরে অবতরণ করা ১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। ইসরাইলি মিডিয়ায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।

ইসরাইলি দৈনিক মারিভ জানায়, ইসরাইলি পাইলটরা ছোট ছোট বিমানে করে মিসরে অবতরণ করে। তবে ‘জাতীয় নিরাপত্তার কারণ’ উল্লেখ করে মিসরীয় কর্তৃপক্ষ তাদেরকে চলে যেতে বলে।

মারিভ আরো জানায়, পাইলটরা জ্বালানি ও আবহাওয়া অনুকূলে না থাকায় ফিরতে পারেননি।
পত্রিকাটি আরো জানায়, পাইলটদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে মিসরীয় কর্তৃপক্ষের সাথে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রয়োজনীয় ভিসা ছাড়া পাইলটরা মিসরে গিয়ে ভুল করেছেন।
এ ব্যাপারে মিসরীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস