২ বছর ধরে ৫ তারকা হোটেলে থেকে কোনো বিল না দিয়েই উধাও!

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীতে বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে তিনি ছিলেন ৬০৩ দিন। এতে বিল এসেছে ৫৮ লাখ টাকা। তবে দেনটি এক টাকাও।

এখন প্রশ্ন উঠছে, এমন পাঁচতারা একটি হোটেলে টাকা না দিয়ে কিভাবে এতদিন থাকতে পারলেন তিনি?

সেই তথ্য বের করতে গিয়েই ভয়াবহ কারচুপির অভিযোগ সামনে এসেছে। যার জেরে হোটেলের ফ্রন্ট অফিস হেড (তিনি ঠিক করেন কাকে কোন রুম দেয়া হবে) প্রেম প্রকাশের বিরুদ্ধে করা হয়েছে মামলা।

জানা যাচ্ছে, ২০১৯ সালের ৩০ মে দিল্লির বিমানবন্দরের কাছে ‘রোসাটে হাউস’ নামের ওই পাঁচতারা হোটেলে এক রাতের জন্য থাকতে এসেছিলেন অঙ্কুশ দত্ত নামের ওই ব্যক্তি। তারপর ২০০১ সালের ২২ জানুয়ারি পর্যন্ত তিনি সেখানে থেকে যান। নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে হোটেলের বকেয়া বিল কোনো ব্যক্তি না দিলে, তার কথা সিইওর কাছে যায়। তবে প্রেম প্রকাশ, এই অঙ্কুশ দত্তের কথা জানাননি সিইওকে। ফলে দিনের পর দিন চলেছে কারচুপি। ২০১৯ সালের ৩০ মে থেকে ২০১৯ সালের ২৫ অক্টোবর পর্যন্ত কোনো বিলের টাকা না মিটিয়েই হোটেলে থেকে যাচ্ছিলেন অঙ্কুশ দত্ত। অভিযোগ এমনটাই।

আরো অভিযোগ, অঙ্কুশের বিলের টাকা কারচুপি করে হোটেলে আগত এমন কিছু অতিথির কাছ থেকে নিচ্ছিলেন প্রেম প্রকাশ, যে অতিথিরা অঙ্কুশের সাথে সম্পর্কিত নন। বিলে দেখানো হচ্ছিল, অঙ্কুশের টাকা অন্যান্য অতিথিরা মিটিয়ে দিচ্ছেন। যা সম্পূর্ণ প্রতারণার অংশ।

এছাড়াও দেখা গেছে, অঙ্কুশ দত্তর অ্যাকাউন্ট থেকে ৭ লাখ, ২০ লাখ, ১০ লাখের চেক দেয়া হয়েছে। আর সব চেক বাউন্স করছে। এমন পরিস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ প্রেম প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

এখন প্রশ্ন হলো, প্রেম প্রকাশ কি জেনে-বুঝে এমনটা করেছেন? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো বিষয়? এছাড়াও অঙ্কুশ দত্ত সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। সব মিলিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস