৮ মামলা থেকে আগাম জামিন পেলেন ইমরান খান

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লাহোর ও ইসলামাবাদ হাইকোর্টে করা আটটি মামলা থেকে আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

লাহোর হাইকোর্টের বিচারপতি তারেক সেলিম শেখ ও ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ সন্ত্রাসবাদের মামলায় শুনানি শেষে ইমরান খানকে এ আগাম জামিন দেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইমরান খানের আইনজীবী আদালতকে বলেন, ইমরান খানের নামে ইসলামাবাদ হাইকোর্টে পাঁচটি মামলা ও লাহোর হাইকোর্টে তিনটি মামলা রয়েছে। ইমরান খান আদালতে উপস্থিত হতে চান। তবে কয়েকটি কেসের বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই।

বিচারপতি তারেক সেলিম এর উত্তরে বলেন, আমাদের কাছে যে মামলাগুলোর তথ্য আছে, আমরা কেবল সেগুলোরই শুনানি করব।

ইমরান খান আদালতে বলেন, আমার কাছে অবাক লাগে, আমার নামে এত মামলা হলো কিভাবে? একটা থেকে জামিন পাই তো আরেকটির নোটিশ আসে। এখন আমাকে এতো হয়রানি করা হচ্ছে যে আগে কখনো আমাকে এতোটা হয়রানি হতে হয়নি।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তারেক সেলিম বলেন, আপনি যদি নিয়ম অনুযায়ী চলতে থাকেন, তবে সবই ঠিক হয়ে যাবে। তাই আপনার কর্মপ্রকৃতি নিয়ে ফের ভাবা উচিৎ।

সূত্র : জিও নিউজ, ডন ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here