অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল সৌদি আরব

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অবশেষে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানালো সৌদি আরব। ২৪ ঘন্টারও বেশি পর বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পরবর্তী ৪ বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন।

এর আগে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময়ে সৌদি আরবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে জামাল খাসোগি হত্যার সুষ্ঠু তদন্ত এবং ইয়েমেন যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধের কথা জানিয়েছিলেন বাইডেন।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের শাসকরা যখন বাইডেনকে অভিনন্দন জানাচ্ছিলেন তখন কার্যত চুপ করে ছিলেন সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। তখন মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা না পাঠালেও তানঞ্জিনিয়ার প্রেসিডেন্টকে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।

রোববার গ্রিনিচ সময় ১৯:৩২-এ সৌদি বাদশাহ সালমান ও তার পুত্র মোহাম্মদ বিন সালমান নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান।

এসময় বাদশাহ সালমান যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের বিষয় স্মরণ করেন।

মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত। এছাড়াও জামাল খাসোগি হত্যা, ইয়েমেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে বিশ্বজুড়ে বেশ সমালোচিত।

সূত্র : আল জাজিরা