অবহেলা

হাসিনা মরিয়ম

ভালবাসি-ভালবাসি-ভালবাসি...

এ কথাগুলো শুধু তুমিই বলতে আমাকে

মনে পড়ে তোমার...।

মনে কি পড়ে তোমার...তুমি বলতে

আমি ছিলাম, আছি, থাকবো...জানিনা

তোমার মনে পড়ে কিনা...।

হয়তো আজ তোমার কিছুই মনে নেই,

নতুন করে কারো আঁচল খামচে ধরেছ,

তোমার অট্টহাসিতে আমার চারপাশের

স্বপ্নের দেয়ালগুলি খান খান করে ভেঙ্গে পড়েছে,

ভেঙ্গে পড়েছে স্বপ্নের বালুচরে

যে ঘর আমারা বানিয়েছি আদরে ভালবাসায়,

তোমার এই অবহেলার হাসি

সেটা কি শুধু আমার জন্য...? দেখো

চারপাশের আকাশ, এই প্রকৃতি

তোমাকে যেন চিনতেই পারছে না...।

সাগরের ফেনিল ঢেউ গর্জন করে উঠে

তোমার এই কুৎসিত হাসিতে,

শিউরে উঠি বারবার আমি

আগে কেন শুনতে পাইনি আমি

তোমার এই কুৎসিত হাসি...

কেন দেখা হলো না আমার-তোমার

মেকি ভালবাসার পেছনের এই কুৎসিত মানুষটিকে...।

বিডিসংবাদ/এএইচএস