অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতারণার উপাত্ত সংগ্রহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতারণার উপাত্ত সংগ্রহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম ( বোয়াফ) এর চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অভিবাসী ফোরাম এর আহবায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোজাম্মেল হক,অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল

ইসলাম,সিনিয়র সহকারী কমিশনার লুবণা ফারজানা। অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার সানজীদা আমীন,পৌর সভার প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা,টিটিসির প্রকৌশলী মাহতাব উদ্দিন,ডেমো এর সহকারী পরিচালক গোলাম মোস্তফা সরকার,চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এন জামান,ওকাপের ফিল্ড অফিসার বাবুল মিয়াসহ ৪ জন প্রতারণার শিকার অভিবাসী বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরম (বোয়াফ) এর সভাপতি মোঃ নাজমুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সচেতনতার বিকল্প নেই। সচেতন থাকলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। তিনি অনুষ্ঠানের আয়োজকদের এই ধরণের জনহিতকর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।