আদালতে সাংবাদিক ও আইনজীবীদের প্রবেশে নিয়ন্ত্রণ

বিডিসংবাদ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে অস্থায়ী আদালতের প্রায় ১ কিলোমিটারের মধ্যে গণমাধ্যম ও আইনজীবীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেছেন যে প্রত্যেক মিডিয়ার একজনের বেশী কোন সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের প্রবেশে বাধা দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

সকালে খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আদালতে প্রবেশের সময় তার গাড়ী আটকে দেয়া হয়। তখন তিনি আদালতে যেতে অপারগতা প্রকাশ করলে গাড়ী ছেড়ে দেয়া হয়।

এছাড়া আদালতের ভেতরে সাদাপোশাক ও ইউনিফরম পরা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাজির হয়েছেন।