আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান শুল্ক গোয়েন্দার।

রোববার ‘ডার্টি মানি’র অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও  তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক মুহাম্মদ শাফিউর রহমান।

তিনি জানান, সকাল থেকে আপন জুয়েলার্স এর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের ৫টি স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

শুল্ক গোয়েন্দা ও  তদন্ত অধিদফতরের যুগ্ম-পরিচালক জানান, বনানীতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ ব্যাংককে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্যাদি তলব করেছে।

আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধেযোগ্য শুল্ক-কর সম্পর্কে খোঁজ নেয়া হয়।

গত পাঁচ বছরে দেশে কোন বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে শুল্ক গোয়েন্দার কাছে তাদের স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় ‘অস্বচ্ছতা’ প্রতীয়মান হয়েছে।

অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র‌্যাবের ফোর্স রয়েছে।