“আমার বিলীন স্বপ্ন আকাঙ্খা”

কবি-হাসিনা মরিয়ম

তুমি ভাবছো আমায়

ভালবাসবে কিনা-আর

আমি তোমায় কখন ভালোবেসে ফেলেছি,

তুমি ভাবছো আমায়-

মনে রাখবে কিনা-আর

আমি কখন তোমাকে মনে ঠাই দিয়েছি,

তুমি ভাবছো-কাছে আসবে কিনা-আর,

আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি,

তুমি ভাবছো-

আমার জন্য কষ্ট পাবে কিনা- আর আমি-

তোমার জন্য কষ্টকে আলিঙ্গন করেছি,

তুমি ভাবছো-আমার জন্য রাত জাগবে কিনা-

আর আমি তোমার জন্য রাতকে সঙ্গী করে নিয়েছি

আমার দুচোখ তোমার জন্য জেগে কাটায়...

তোমার জন্য পলপল দগ্ধ হই আমি

একটি কবিতা আমি বারবার লিখি তোমার জন্য-

তোমার জন্য স্বপ্নকে ছিনিয়ে আনি,

সাগর নিংড়ে ঝিনুকের মুক্তাকে তুলে আনি, 

তোমার জন্য অস্তমিত রবির লাল

এনে টিপ পড়ি জোৎস্নার-

চন্দনের মদির ছড়িয়ে দিই শরীরে

তোমার জন্য আকাশের নীলের মতো

নীল হয়  আমার সমস্ত শরীর,

বিষন্নতা বাসা বাধে আমার বুকে

যখন চাদনী আমার সাথে চলে

যখন অন্ধকার ঘনিয়ে আসে

যখন কোন কষ্ট হয়-তখন

আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করি-

হাত বাড়িয়ে সুখ খুঁজি-সুখ...

সেতো সোনার হরিন-সাদা পালকের মতো

উড়ে যায় দূরে...

তোমার জন্য আমি অপেক্ষা করি-জানি

এই অপেক্ষা হবে আমার-

তোমার দেয়া শেষ উপহার...।

বিডিসংবাদ/এএইচএস