আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার রাতে এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, রাশিয়া নিজের ‘বন্ধু নয়’ এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে। তিনি জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধিদলগুলোতে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে বলে জানান জাখারোভা। রাশিয়ার সাথে কিছু দেশের বিদ্বেষী আচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার এমন একটি ডিক্রিতে সই করেন যার ফলে কিছু পশ্চিমা দেশের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে রুশ সরকার বাধ্য থাকে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস