ইচ্ছে করে ২২ জনকে করোনা সংক্রমিত করায় স্পেনে গ্রেফতার ১

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্পেনে ইচ্ছাকৃত ২২ জনকে করোনাভাইরাসে সংক্রমিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ১০৪ ডিগ্রি জ্বর এবং কাশি নিয়ে কর্মস্থল ও জিমে যাওয়ার অভিযোগ উঠেছে দেশটির মায়োরকা শহরের ওই ব্যক্তির বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি তার কর্মস্থলে গিয়ে মুখ থেকে মাস্ক নামিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। এ সময় সহকর্মীদের বলতে থাকেন তিনি তাদেরকে সংক্রমিত করছেন।

এ ঘটনার পরে তার পাঁচজন সহকর্মী এবং একই জিমে যান এমন তিনজন করোনা পজিটিভ বলে ধরা পড়েন।

সংক্রমিত ওই লোকদের পরিবারের সদস্য আরো ১৪ জনও করোনাভাইরাস সংক্রমিত হন। এর মধ্যে তিনটি এক বছর বয়সী শিশুও ছিল।

স্পেনের পুলিশ শনিবার দেয়া এক বিবৃতিতে জানায়, ওই লোকটির বেশ কিছু দিন ধরেই সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। কিন্তু তিনি তার কাজ থেকে বাড়িতে যেতে চাইছিলেন না।

এক সন্ধ্যায় তিনি একটি পিসিআর টেস্ট করান। কিন্তু তার ফলাফল পাওয়ার জন্য অপেক্ষমাণ থাকার সময়ও তিনি কর্মস্থলে এবং জিমে যান।

তার সহকর্মীরা তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু তিনি রাজি হননি। পুলিশ জানায়, এর পর তিনি তার মাস্ক মুখ থেকে নামিয়ে কাশতে থাকেন, এবং বলেন, ‘আমি তোমাদের সবাইকে করোনাভাইরাসে সংক্রমিত করবো।’

লোকটির টেস্টের ফল পজিটিভ আসার পর তার সহকর্মীরা ভয় পেয়ে যান বলে পুলিশ জানায়।

পুলিশ বলছে, তারা জানুয়ারি মাস থেকে ঘটনাটির তদন্ত করছে এবং সংক্রমিত লোকেরা কেউই গুরুতর অসুস্থ হননি।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস