উ. কোরিয়া-চীনে আবারো মালবাহী ট্রেন চালু

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস মহামারী কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া ও চীনে আবারো মালবাহী ট্রেন চালু হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়, চীন সীমান্তের ডানডং শহর থেকে একটি মালবাহী ট্রেন উত্তর কোরিয়ার সিনুইজু পোঁছেছে।

করোনা মহামারীর কারণে গত এপ্রিলের ২৯ তারিখে ডানডং শহর থেকে এই ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি যে, ট্রেনটি সোমবার সিনো-কোরিয়ান ফ্রেন্ডশিপ সেতু অতিক্রম করেছে কি না। এ সেতুটিকে নিয়মিত সার্ভিস চালুর সীমা হিসেবে ধরা হয়।

তবে নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্রের বরাতে ইয়নহাপ বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনটি দিনে কমপক্ষে এক থেকে দুইবার চলাচল করবে।

উত্তর কোরিয়ার অর্থনৈতির মূলচালিকা শক্তি চীন। দেশটির ব্যবসা বাণিজ্যের ৯০ শতাংশ চীনের সাথে পরিচালিত হয়। কিন্তু করোনা মহামারীর কারণে আন্তঃসীমান্ত বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সাথে চীনের বাণিজ্য আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) নামে পরিচিত। ২০২১ সালে ৩১৮ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে, যা করোনা মহামারীর আগের অবস্থার তুলনায় ৯০ শতাংশ কম।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস